google-site-verification: google64d05414da9dd041.html Bangla Love Story: "ছেলেদের ভালোবাসা"

Sunday, February 24, 2019

"ছেলেদের ভালোবাসা"




"মেয়েদের চেয়ে ছেলেদের ভালোবাসা গভীর হয়... মেয়েরা কাউকে ভালোবেসে অবহেলা পেলেই সরে আসে কিন্তু ছেলেরা লেগে থাকা আঠারমতো... ছেলেরা ভালোবাসতে বাসতে নির্লজ্জ বেহায়া হয়ে যায়... এতটাই বেহায়া হয়ে যায় যে সবার সামনে কানধরা, হাত-পা ধরতে পর্যন্ত দ্বিধাবোধ করে না !!
.
ভরদুপুরে প্রিয় মানুষটার বাসার সামনে দাঁড়িয়ে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শুধু ছেলেরাই করতে জানে... যে ছেলে ঠিকমত নামাজ পড়তো না, তাকেও প্রেমিকার কথামত দেখা যায় নামাজের প্রথম কাতারে... যে পড়াশুনা তো দূরের কথা, ঠিক মত ক্যাম্পাসেও যেত না তাকেও দেখা যায় লাইব্রেরীতে মন দিয়ে পড়তেছে !!
.
আচ্ছা কয়টা মেয়ে প্রেমিককে হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে..? আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই... অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রেমিকাকে হারিয়ে রাস্তায় দিন কাটাচ্ছে এরকম ছেলে অহরহ... জীবন দিয়েছেও অনেক... হায়রে মেয়ে, ভালোবাসতে তো ছেলেরাই জানে !!
.
ছেলেরা খুব সহজে নত হয় না... সবার সামনে নিজেকে ছোট করে না... শুধুমাত্র যাকে ভালোবাসে তার সামনেই ছেলেরা মাথা নত করে, ছোট হয় ও বিলিয়ে দেয় নিজের সবটুকু আত্মসম্মানবোধ... এর কারণ কি..? শুধুমাত্র একটুখানী ভালোবাসা পাওয়ার জন্য, পাশে পাবার জন্য !!
.
মেয়েরা বেঁচে যায় শুধু একটা কারণেই... কারণ তারা কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা রাখে... তাই প্রেমে ধোঁকা খেলেও কষ্ট চেপে রেখে স্বামীর সংসার খুব ভালো ভাবেই করতে পারে... অথচ ছেলেরা কষ্ট সইতে পারে না, তাই নিজেকে শেষ করে দেয়... মেয়েরা চলে যায় স্বামীর বাড়িতে, ছেলেরা চলে যায় রাস্তার পাগলের দলে !!
.
প্রেমের ক্ষেত্রে মেয়েদের মনে যেমন মধুও আছে, তেমনি বিষও আছে... যার কপালে মধু পড়ে, তারমত ভাগ্যবান কেউ নাই... আবার যার কপালে বিষের ছিটা পড়ে, তারমত দূর্ভাগাও কেউ নাই... তবে ভাগ্যবানদের চেয়ে দূর্ভাগার সংখ্যা বেশি, তেমনি মধুমাখা মেয়ের চেয়েও বিষে ভরা মেয়ে বেশি !!

1 comment: